শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিরিয়ায় স্থায়ী ঘাঁটি স্থাপন করবে তুরস্ক!

১৬ মে,  ইন্টারনেট : সিরিয়ার আল-বাব নগরীতে স্থায়ী ঘাঁটি স্থাপনের বিষয়ে বিবেচনা করছে তুর্কি সেনাবাহিনী। তুর্কি উপ প্রধানমন্ত্রী ভেইকি কাইনাক এ তথ্য জানিয়েছেন।
বসনিয়া হার্জেগোভিনিয়া সফর শেষে সাংবাদিকদের তিনি বলেন,  আল-বাবের পশ্চিমে আকিল হিলে এ ঘাঁটি স্থাপনের বিষয়টি বিবেচনা করছে তুর্কি জেনারেল স্টাফ।
ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ এ এলাকা দখল করে নেয় তুর্কি বাহিনী। তারপর থেকে অস্থায়ী কমান্ড পোস্ট হিসেবে এলাকাটি ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন এখানে স্থায়ী ঘাঁটি বসাতে চায় তুরস্ক।
তুর্কি উপ প্রধানমন্ত্রী আরো জানান,  তুর্কি সেনা অভিযান,  ‘ফোরাত ঢালের’ সমাপ্তি ঘোষণার পর ওই এলাকায় সেনা সংখ্যা ৮০০০ থেকে কমিয়ে ১৫০০-তে নামিয়ে আনা হয়েছিল।
সিরিয়ার ভূখ-ে চালানো সেনা অভিযান ‘ফোরাত ঢালের’ সমাপ্তি ২৯ মার্চ ঘোষণা করেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

অনলাইন আপডেট

আর্কাইভ