শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মালদ্বীপে আজ মাজিয়া স্পোর্টস ক্লাবের মুখোমুখি আবাহনী

স্পোর্টস রিপোর্টার: এএফসি কাপ ফুটবলের অ্যাওয়ে ম্যাচে আজ স্বাগতিক মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী লিমিটেড। মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি। এএফসি কাপের প্রথম ম্যাচেই নিজেদের মাটিতে মাজিয়া ক্লাবের কাছে হার দিয়ে শুরু হয়েছিলো আবাহনীর পথ চলা। তারপর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচে হেরে এএফসি কাপে খাদেন কিনারায় চলে গিয়েছিল ধানমন্ডির ক্লাবটি।কিন্তু চতুর্থ ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে মামুন মিয়া বাহিনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাঙ্গালুরোকে ০-২ গোলে হারিয়ে বেশ চাঙ্গা হয়ে ওঠেন দ্রাগো মামিচের শিষ্যরা। এক জয়েই অনেকটা বদলে গেছে আকাশী হলুদ শিবির। ফিরে পেয়েছে আত্মবিশ্বাসও। এমন প্রত্যয়ী আবাহনীর মুখোমুখি হবে আজ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।
১৪ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে এই মাজিয়ার কাছেই ০-২ গোলে হেরেছিল আবাহনী। এরপর মোহনবাগানের কাছে ৩-১ গোলে এবং বাঙ্গালুরুর কাছে ২-০ গোলে হেরেছিল ধানমন্ডির দলটি। তবে ৩ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভিন্ন এক আবাহনীকে দেখা যায়। ফিরতি লেগে ঢাকায় খেলতে আসা বাঙ্গালুরুকে হারের তিক্ততা নিয়েই ফিরে যেতে বাধ্য করে আকাশী হলুদ শিবির। সাদ উদ্দিন ও রুবেল মিয়ার গোলে সফরকারীদের ০-২ গোলে হারিয়ে মধুর প্রতিশোধও নেয় স্বাগতিকরা।
তবে ওই দিনেই মাজিয়া স্পোর্টিং ক্লাব ৫-২ গোলে মোহনবাগানকে হারিয়েছিল। এর ফলে আবাহনী ও মোহনবাগানের টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বেজে ওঠে। চার ম্যাচে মাজিয়ার পয়েন্ট নয়। সমান ম্যাচে গত আসরের রানার্স আপ বাঙ্গালুরু এফসিরও পয়েন্ট নয়। শেষ ম্যাচে মুখোমুখি হবে বাঙ্গালুরু ও মাজিয়া। ফলে তিন পয়েন্ট পাওয়া আবাহনী ও মোহনবাগানের কোনোভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। তারপরও মালদ্বীপ থেকে জয় নিয়ে ফিরতে চায় আবাহনী। দেশ ছাড়ার আগে আবাহনীর অধিনায়ক মামুন মিয়া বলেছিলেন, ‘আমাদের হারানোর কিছু নেই। বাঙ্গালুরুর বিপক্ষে যেমন খেলেছি, মালদ্বীপের বিপক্ষে সমান খেলবো। মালদ্বীপের ক্লাবকে হারিয়ে আবাহনী ও বাংলাদেশের ফুটবলের সুনাম বৃদ্ধি করব।’ তবে মাঠে নামার আগে দুঃসংবাদ রয়েছে আকাশী হলুদ শিবিরের জন্য। ব্যাঙ্গালুরুর ম্যাচে ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরি লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলতে পারবেন না। এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ৩১ মে মোহনবাগানের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবে ঢাকা আবাহনী।

অনলাইন আপডেট

আর্কাইভ