শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে কালিয়াকৈরের এক পোশাক কারখানায় শুক্রবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং নামের পোশাক কারখানার ৭ তলা ভবনের ৩য় তলায় শুক্রবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। রফতানীর জন্য তৈরী পোশাকের গোডাউনসহ এ ফ্লোরে বিপুল পরিমান ফেব্রিক্স, কার্টুন ও বিভিন্ন মালামাল রাখা ছিল। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন  নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রফতানীর জন্য তৈরি পোশাক ও কাঁচামালসহ ওই কারখানার বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ