শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মানারাত ভার্সিটিতে সামার ২০১৭ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

 

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় সামার ২০১৭ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স হলে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম কোরবান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম মিয়া।

বিশেষ অতিথি ছিলেন  BOT সদস্য প্রফেসর ড. মীর আকরামুজ্জামান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, ইইই এর হেড প্রফেসর ড. ইয়াকুব হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম আবু সাঈদ, সি এস ই এর হেড ও প্রক্টর সহযোগী অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক রোকেয়া সুলতানা, আইন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুঁইয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আধুনিক এবং নৈতিকতার শিক্ষার সমন্বয় নিজেকে তৈরি করে নিজেকে দেশ সেবায় আত্মনিয়োগের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল ও সমৃদ্ধ করতে হবে। 

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ