বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বাহরাইনে আফ্রিদি-মিসবাহর ঝড়

ব্যাট হাতে ঝড় তুলে সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক। আরেক প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদিও ঝড় তুলেছেন। তিন অঙ্ক ছুঁতে না পারলেও হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন বুমবুম আফ্রিদি।বাহরাইনে ক্রিকেট ফেসটিভ টুর্নামেন্টে খেলেছেন ু মিসবাহ, আফ্রিদি , ইমরান নাজির, সোহেল তানভীর, রানা নাভেদ, আব্দুর রাজ্জাক, মারলন স্যামুয়েলস, তিলকারতেœ দিলশান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোহাম্মদ আশরাফুল।

ইউসুফ পাঠানের ছোট ভাই ইরফান পাঠান  প্রতিযোগিতায় অংশ নেন। বাহরাইন জাতীয় স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত  ম্যাচে আগে ব্যাটিং করে ২০ ওভারে ২৪৪ রান সংগ্রহ করেন মিসবাহ- ইগলস। ৩৮ বলে ৩১৮ স্ট্রাইক রেটে ১২১ রান করেন অধিনায়ক মিসবাহ। পুরো ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়েছেন ইগলস। বুমবুম আফ্রিদি ৪৯ বলে করেন ৭৯ রান। ৫টি ছক্কা হাঁকান আফ্রিদি। বল হাতে ২ উইকেট নেন ফাইয়াজ আহমেদ।জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ইরফান ফ্যালকন্স ৪ উইকেটে ১৭৫ রান তুলে। ৬৯ রানের বড় পরাজয়ের স্বাদ পেতে হয় তাদেরকে। স্যামুয়েলস ৩৩ বলে ৬ বাউন্ডারিতে করেন ৭২ রান। মোহাম্মদ আশরাফুল দ্যূতি ছড়িয়ে ৩৬ বলে করেন ৪৪ রান। রানা নাভেদ, সোহেল তানবীর ও মিসবাহ-উল-হক ১টি করে উইকেট নেন। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ