ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ভাস্কর্যটি অপসারণ প্রশংসনীয় পদক্ষেপ: হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসরাণকে খুবই ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেছেন হেফাজতে ইসলাম। কিন্তু সেই ভাস্কর্য যেন আবার অন্য কোথাও প্রতিস্থাপিত না হয় সেটাও জানিয়েছেন তারা।

আজ শুক্রবার হেফাজতে ইসলামের প্রেস সচিব মাওলানা মনির আহমদ গণমাধ্যমকে এ কথা বলেন।

তিনি বলেন, এই মূর্তিটি সরানোর সিদ্ধান্তটি খুবই ইতিবাচক পদক্ষেপ। এটা খুবই প্রশংসনীয়। কিন্তু কোথাও কোথাও শোনা যাচ্ছে এই মূর্তিটি আবার অ্যানেক্স ভবনের সামনে বসানো হবে। সেই ব্যাপারে আমাদের জোর প্রতিবাদ থাকবে।

এই ভাস্কর্যটি আর কোথাও বসানো হোক তারা সেটা চাননা উল্লেখ করে তিনি বলেন, অন্য কোথাও মূর্তিটি যেন প্রতিস্থাপিত না হয় সেটাই আমরা চাই। কারণ এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায়না।

আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান মনির আহমদ।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যকে ‘গ্রিক দেবীর মূর্তি’ হিসেবে উল্লেখ করে তা অপসারণের দাবিতে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি, বিক্ষোভ মিছিলসহ কর্মসূচি পালন করে ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন। তাদের মধ্যে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম অন্যতম। এমন সব দাবির প্রেক্ষিতেই গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অপসারণ করা হয় সেই ভাস্কর্যটি।

অনলাইন আপডেট

আর্কাইভ