শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২০

দিনাজপুর অফিস : দিনাজপুর কাহারোলের রামপুরা নামক এলাকায় বাস ও অটোবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সোয়া ৯টায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া ঠাকুরগাঁওগামী শাহী এন্টার প্রাইজ (গাজীপুর-জ-০৪০১৪৪) গাড়িটি ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের রামপুর মোড়ের পূর্ব পার্শে¦ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ট্রাককে ক্রস করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলে অটো বাইকটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন যাত্রী নিহত হয়। নিহতরা হলেন, দিনাজপুর জেলার কাহারোল উপজেলা দাউদপুর গ্রামের মৃত মন্তেজার আলীর স্ত্রী জয়নব বিবি, চিরিরবন্দর উপজেলার গোচাহার গ্রামের জব্বার আলীর পুত্র মাধু রহমান ও কাহারোল উপজেলার অটো চালক সালমান রহমান (৩৫)। দুর্ঘটনা এলাকায় তাৎক্ষনিক দিনাজপুর হতে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে উদ্ধার কাজে সহযোগিতা করেন। কাহারোল থানার ওসি মনসুর আলী সরকার জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ নিহত ও আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত যানগুলো উদ্ধারের অভিযান চলছে। ওই সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ