শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সাপাহারে ২০কেজি জাটকা ইলিশ জব্দ

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা: রমজান মাস শুরুর প্রথম দিনেই নওগাঁর সাপাহার মাছ বাজার হতে এক অভিযান চালিয়ে ২০কেজি জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্যদপ্তর।
জানা গেছে রোজার প্রথম দিন রোববার পত্নীতলার নজিপুর হতে এক মাছ ব্যাবসায়ী সাপাহার মাছ বাজারে জাটকা ইলিশ বিক্রি করতে এলে বিষয়টি উপজেলা মৎস্যদপ্তর গোপনে জানতে পারে। সাথে সাথে মৎস্যকর্মকর্তা মনিরুজ্জামন অফিসের লোকজনকে সাথে নিয়ে মাছ বাজারে এক অভিযান পরিচালনা করলে জাটকা ব্যবসায়ী টের পেয়ে তার মাছের ডালি ফেলে পালিয়ে যায়। পরে মৎস্য কর্মকর্তা ও তার লোকজন সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০কেজি জাটকা জব্দ করে উপজেলা পরিষদ চত্ত্বরে মৎস্য অফিসে নিয়ে আসে। এর পর বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরীকে জানিয়ে তার পরামর্শে জব্দকৃত মাছগুলি উপজেলা সদরের হাফেজিয়া মাদ্রাসার ও উপজেলার শহদল পাড়া এতিমখানায় প্রদান করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ