বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

পাঁচবিবিতে উচ্চ ফলনশীল নতুন জাতের মাঠ দিবস

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: পাঁচবিবিতে কৃষি ইউনিটের আওতায় উচ্চ ফলনশীল নতুন জাতের ব্রি ধান ৫৮ বিষয়ক মাঠ দিবস মঙ্গলবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর গ্রামে জাকস ফাউন্ডেশনের শালাইপুর শাখা কার্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়। জাকস ফাউন্ডেশন বিনধারা শাখার আয়োজনে ও কৃষি ইউনিট, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শালাইপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের সহকারী পরিচালক (কৃষি) ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্চলিক ব্যবস্থাপক গঙ্গেশ চন্দ্র রায়, শালাইপুর শাখা ব্যবস্থাপক আব্দুল ওয়াফি, কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন শাহিন, হিসাব কর্মকর্তা আরমান হোসেন, ঋণ কর্মকর্তা আসাদুজ্জামান, ওমর ফারুক, দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান, ঋণ কর্মকর্তা আনিছুর রহমান, ওমর ফারুক, রেজাউল করিম, মামুনুর রহমান, নূরুজ্জামান, লাইফ ষ্টক টেকনিক্যাল এসিসটেন্ট কামরুজ্জামান, চাষী আব্দুল বারিক, আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র প্রমুখ। উল্লেখ্য শালাইপুর গ্রামে চাষিরা ব্রি ধান ৫৮ জাতের চাষ করে অধিক ফলন পেয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ