বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রাঙ্গুনিয়া মানবাধিকার সংস্থার সভা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা কার্যকরী পরিষদের সভা বৃহষ্পতিবার উপজেলা সদরস্থ সংস্থার প্রশাসনিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। সঞ্চালন করেন সাধারণ সম্পাদক এডভোকেট বঙ্কিম চন্দ্র দাশ। বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, নূরুল আজিম, কোষাধ্যক্ষ মুহাম্মদ ওসমান, নির্বাহী সদস্য ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, ডা. এস এম কাউসার, ডা. এ এস এম শওকতুল ইসলাম, সাজ্জাদুল করিম রিংকু প্রমুখ। সভায় সংস্থার ইউনিয়ন ইউনিটগুলোর কার্যক্রম জোরদারসহ সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি জনহিতকর কর্মে ভূমিকা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। খরস্রোতা ইছামতি নদীর ভয়াবহ ভাঙ্গনে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে রাজঘাটা এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে মরিয়মনগর চৌমুহনী-গাবতল সড়কের অস্তিত্ব হুমকির সম্মুখীন। দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা এলাকা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এতে ঘাটচেক-রাণীরহাট সড়কের ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে। সভায় জরুরীভিত্তিতে ইছামতির নদীর এ দুটি ভাঙ্গন স্পটে সিসি ব্লক স্থাপনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে পত্র প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ