শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পরশুরামে অগ্নিকাণ্ডে বিপুল সম্পদ পুড়ে ছাই

ফেনী সংবাদদাতা, তারিখ- ২৯-০৫-২০১৭: ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে শনিবার রাতে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরের আসবাবপত্র সহ সম্পূন্ন ভস্মীভূত হয়ে যায়।
সূত্র জানায়, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে পরে মুহূর্তের মধ্যে আগুন বসত ঘরে ছড়িয়ে যায়। একে একে আবদুস সাত্তার মজুমদার, বাচ্চু মজুমদার, ডাক্তার সামছুল হকের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে নগদ টাকা, চাউল, লুঙ্গিসহ ত্রান সামগ্রী বিতরন করেছেন।
আবদুস সাত্তার জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে ফ্রিজ, টেলিভিশন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমীন জানান, তিনি সহ প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ