শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

জাবিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন

সাভার সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ ৮ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন থেকে এসময় শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহবায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা সকল মামলা প্রত্যাহার, তদন্ত কমিটি পূর্নগঠন, আন্দোলনকারীদের উপর হামলাকারীদের বিচার, প্রক্টরের জবাবদিহিতা, অপরাধী চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনা, নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করা। অবিলম্বে দাবি না মানা হলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, গত ২৬ মে ভোরে জাবির দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ২৮ মে থেকে সবগুলো আবাসিক হল বন্ধ রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ