শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সংসদকে জানালেন খাদ্য মন্ত্রী ৬ লাখ টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে

স্টাফ রিপোর্টার : হাওর অঞ্চলে আকস্মিক বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হলেও দেশে খাদ্য অভাব দেখা দেয়ার কোনও আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলের এমপি হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, সরকার দেশের অভ্যন্তরে ধান সংগ্রহের পাশাপাশি বিদেশ থেকে প্রয়োজনীয় খাদ্য শস্য আমদানির উদ্যোগ নিয়েছে।
গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত বছরের তুলনায় দেশে বর্তমানে চালের মজুদ কিছুটা কম রয়েছে। হাওর অঞ্চলের বন্যায় ফসলহানির ঘাটতি পূরণ ও মজুদ সন্তোষজনক রাখতে সরকার বিদেশ থেকে ৬ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে। এর মধ্যে ৩ লাখ টন চাল আমদানির আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া ভিয়েতনামের সঙ্গে জি-টু-জি পর্যায়ে চাল আমদানির জন্য এম ও ইউ স্বাক্ষর করতে বর্তমানে ভিয়েতনামের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ