বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

নালিতাবাড়ী পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার সকালে পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক শহরের বেপারীপাড়া এলাকায়  এই কর্মসূচির উদ্বোধন করেন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে,৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরের পরিবেশ রক্ষায়  পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে ফলজ ও ওষুধি  পাঁচহাজার গাছের চারা  রোপন করা হবে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার থেকে শহরের বিভিন্ন সড়কে গাছের চারা লাগানোর কাজ চলছে।
এছাড়া পৌরবাসিকে নিজ বাড়িতে অন্তত একটি করে বৃক্ষরোপনের জন্য উদ্বুদ্ধ করতে ৫ জুন পরিবেশ দিবস থেকে  মেয়রের পক্ষ থেকে মাইক যোগে প্রচারণা চালিয়ে অনুরোধ  করা হচ্ছে।
পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদেও পরিবেশ দিনেদিনে উত্তপ্ত হয়ে উঠছে। এলাকার  এমপি ও  কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পরামর্শক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পৌরবাসিকে গাছ রোপণ করার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছি।

অনলাইন আপডেট

আর্কাইভ