শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পাহাড়ে বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে করণীয়

পাহাড়ে অতি বৃষ্টির কারণে মাটির ইন্টারনাল  বেয়ারিং ক্যাপাসিটি কমে যাওয়ার ফলে মাটি থেকে মাটি সরে আলাদা হয়ে পাহাড়ের নিম্নের দিকে ধ্বসে পড়ে। মাটির সাথে ভূমিতে(সারফেসে)থাকা গাছপালা মাটি আলাদা হয়ে যাওয়ার কারনে মাটির সাথে তা ভেঙ্গে পড়ে। ইতোমধ্যেই লক্ষণীয় যে,রাঙ্গামাটিতে গতকাল রাতে এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে শিশু সহ অনেকেই প্রাণ হারিয়েছেন।
এমন দুর্ঘটনা এড়িয়ে চলতে যা যা করনীয় ঃ
১)সর্ব প্রথম খেয়াল রাখতে হবে,আমি যে বাড়িটিতে বাস করছি সেটি পাহাড়ের ঢালে কিনা? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে অন্যত্র সড়ে যেতে হবে।
২) হঠাৎ দুর্ঘটনার শিকার হলে,খাটের নিচে আশ্রয় নিন। বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখুন।
৩) আপনার বাড়িটি দুর্ঘটনার আশঙ্খা থাকলে নিকটস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অথবা পুলিশ প্রশাসনকে জানিয়ে রাখুন।
৪)পাহাড় কেটে বসতি স্থাপন বন্ধ করতে হবে।
৫)পাহাড়ে গাছপালা কাটা বন্ধ করতে হবে এবং বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে।
৬)সর্বোপরি পাহাড়ে প্রাকৃতিকভাবে গড়ে উঠা বৃক্ষনিধন বন্ধ পূর্বক ঝুম চাষাবাদ বন্ধ করতে হবে। প্রকৌশলী ঃ শাহাদাৎ ফরাজি সাকিব। (বিএসসি,সিভিল)

অনলাইন আপডেট

আর্কাইভ