বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ইভানকার কোম্পানির বিরুদ্ধে কর্মচারীদের সাথে অমানবিকতার অভিযোগ

১৪ জুন, গ্য গার্ডিয়ান : অভিযোগের মামলায় বাবার থেকে কোন অংশে কম যায় না ট্রাম্প কন্যা ইভানকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন হোয়াইট হাউসে বসে একের পর এক খবরের শিরোনাম হচ্ছেন, তেমনি বিভিন্ন খবর নিয়ে সামনে আসছেন ইভানকাও।
সম্প্রতি ইভানকার ইন্দোনেশিয়ার যে ফ্যাক্টরি থেকে কাপড়ের সাপ্লাই দেওয়া হয়, সেই প্রতিষ্ঠান নিয়ে উঠেছে বিভিন্ন অভিযোগের ঝড়। সেখানের কর্মচারীদের সঙ্গে করা হয় অমানবিক ব্যবহার। গালাগাল থেকে শুরু করে অতিরিক্ত কাজ করিয়ে নিলেও দেওয়া হয়না কোন বাড়তি টাকা।
ইন্দোনেশিয়ার সুবাঙ-এর ওই ফ্যাক্টরিতে প্রতি মাসে অপ্রদত্ত ওভার টাইম বেতন ১৭৩ ডলারের বেশি।
সেখানের একজন কর্মচারীর সাক্ষাতকার নেয়া হলে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থা বেশ চালাক, তারা ওভার টাইমের টাকা না দেওয়ার জন্যে আমাদের আইডি কার্ড দিয়ে ৪ টার মধ্যেই উপস্থিতি রেখে দেয়।’
অন্য কর্মচারীদের সঙ্গে কথা বলে তারাও বিভিন্ন সমস্যার কথা বলেন। তারা জানান, ‘জানোয়ার, নির্বোধ, বানর বলে সম্মোধন ওই ফ্যাক্টরির জন্যে সাধারণ বিষয়।’
অন্যদিকে, ধর্মীয় ছুটিতে বোনাস দেওয়ার ব্যাপারে ফ্যাক্টরিটি আরো অমানবিক। ঈদে বোনাস দেওয়ার ভয়ে অনেক মুসলিম কর্মচারীকে রমজানেই বরখাস্ত করা হয়। আবার প্রয়োজনে ঈদ শেষে আবার তাকে কাজে যোগ দিতে বলা হয়। এমন অদ্ভুত ও পৈশাচিক নিয়ম আর কোন কর্মসংস্থানে রয়েছে বলে জানা নেই কারো। দ্য হিল

অনলাইন আপডেট

আর্কাইভ