শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চৌগাছায় ট্রাক চাপায় রোজাদার স্কুল ছাত্রী মীম নিহত

চৌগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের চৌগাছায় বালুবাহী ট্রাক চাপায় তন্বিমা খাতুন মীম (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার চৌগাছা-কোটচাঁদপুর সড়কের নিয়ামতপুর পালবাড়ী মোড় নামক স্থানে। পুলিশ ঘাতক ট্রাক (ঢাকা-ড-৭৩৭৩) ও চালকে আটক করেছেন। নিহত ছাত্রী উপজেলার পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও পাতিবিলা গ্রামের শহিদুল ইসলামের কন্যা। নিহত ছাত্রীর পারিবারিক সূত্রে জানাযায় ঘটনার দিন সকালে সে বাইসাইকেল চালিয়ে চৌগাছায় (উপজেলার পাশে প্রভাষক মুক্তার হুসাইনের নিকট ইংরেজি) প্রাইভেট পড়তে যায় এবং পড়া শেষে বাড়ীতে ফিরছিল। এ সময় সে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের নিয়ামতপুর পালবাড়ী মোড় নামক স্থানে পৌছালে পাতিবিলা থেকে ছেড়ে আশা একটি বালিভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এ ঘটনায় মীম মারাত্মকভাবে আহত হয়। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। যশোরে নেয়ার পথে সে মারা যায়। তার পিতা শহিদুল ইসলাম জানান সে রোজা রেখেছিল।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার সাথে জড়িত ট্রাক ও চালক উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৭) কে চৌগাছা থানা পুলিশ উপজেলার রোস্তমপুর গ্রাম থেকে আটক করে। এ রির্পোট লেখা পর্যন্ত চৌগাছা থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক এস আই আকিকুল ইসলাম।

অনলাইন আপডেট

আর্কাইভ