ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

লন্ডনে হামলাকারীর চিৎকার, সব মুসলমানকে খুন করব

অনলাইন ডেস্ক: লন্ডনে মুসল্লিদের ওপর গাড়ি তুলে দেওয়ার পর হামলাকারী ওই চালক চিৎকার করে বলেন, ‘সব মুসলমানকে খুন করব।’ একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

স্থানীয় সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের উত্তরাঞ্চলে ফিনসবেরি পার্ক এলাকার সেভেন সিস্টার্স রোডে ওই হামলার ঘটনা ঘটে। তখন মুসল্লিরা ফিনসবেরি পার্ক মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ওই গাড়িচালককে আটক করে ঘটনাস্থলে থাকা লোকজন। তখন তিনি চিৎকার করে ওই কথা বলছিলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

হামলার সময় স্থানীয় এক নারী সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘জানালা থেকে আমি মানুষের আর্তনাদ শুনতে পাই। সবাই চিৎকার করছিল। একটি ভ্যানগাড়ি লোকজনকে ধাক্কা দেয়।’

‘একটি সাদা ভ্যানগাড়ি ফিনসবেরি পার্কের পাশে দাঁড়িয়ে ছিল। মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে ভ্যানটি মুসল্লিদের চাপা দেয়। আমি হামলাকারীকে দেখিনি। কিন্তু তাঁকে আটক করা হয়েছে। আমি শুধু গাড়িটি দেখেছি।’

এর আগে গত ৩ জুন লন্ডন ব্রিজের কাছে একটি মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে আটজন নিহত হন। আহত হন কমপক্ষে ৫০ জন।-এনটিভি

অনলাইন আপডেট

আর্কাইভ