শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশকে টপকে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পাশাপাশি ওয়ানডে র‌্যাংকিংয়েও এক ধাপ উপরে উঠলো পাকিস্তান। বাংলাদেশকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তান এখন ৬ষ্ঠ স্থানে। আর বাংলাদেশ নেমে গেল সপ্তম স্থানে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের শিরোপা জয় করায় ওয়ানডে র‌্যাংকিং-এ উন্নতি হয় পাকিস্তানের। ফাইনালে পাকিস্তান জিতলে র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে যাবে এমন তথ্য আগেই জানা ছিল। শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয়ায় সেই তথ্যই সঠিক হলো। বাংলাদেশকে টপকে ষষ্ঠ স্থানে উঠে গেছে পাকিস্তান। তবে র‌্যাংকিংয়ে অবনমন হলেও রেটিং কিন্তু কাছাকাছিতেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকার। ৯৫ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। ৯৪ রেটিং নিয়ে পরেই রয়েছে বাংলাদেশ আর ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে শ্রীলংকা। অথচ চ্যাম্পিয়নস ট্রফিতে অষ্টম দল হিসেবেই শুরু করেছিল পাকিস্তান। আর দলটি শেষ করেছে চ্যাম্পিয়ন হয়েই। ভারতের কাছে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করে পাকিস্তান। আর ফাইনালে সেই ভারতকে হারিয়েই শিরোপা জয় করে দলটি। আর র‌্যাংকিংয়ে উঠে যায় ৬ষ্ঠ স্থানে। ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরুর পর, গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান। এরপর সেমিতে ইংল্যান্ড ও ফাইনালে চিরপ্রতিন্দ্বন্ধী ভারতকে হারিয়ে শিরোপা জিতে তারা। টুর্নামেন্টের পাঁচ ম্যাচে অংশ নিয়ে চার জয়ে র‌্যাংকিং-এর উন্নতি ঘটে পাকিস্তানের। ৯৫ রেটিং নিয়ে বর্তমানে ষষ্ঠস্থানে আছে পাকিস্তান। আর নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনের আগেই বাংলাদেশ র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানটা চিনেছিল ত্রিদেশীয় সিরিজের পর থেকেই। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েই ষষ্ঠ স্থানে উঠেছিল মাশরাফি বাহিনী। এবার চ্যাম্পিয়নস ট্রফি শেষেই আগের সপ্তম স্থানে নেমে গেলে টাইগাররা। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাংকিংয়ে শীর্ষ ৮ স্থানের মধ্যে থাকতেই হবে। নাহলে বাছাই খেলেই জায়গা পেতে হবে চূড়ান্ত পর্বে। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠস্থান থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে ১টি করে হার, পরিত্যক্ত ও জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা। কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। তাই বর্তমানে ৯৪ রেটিং নিয়ে সপ্তমস্থনে আছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে শীর্ষ তিনটিস্থানে ছিলো যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত। তিনটি দল তাদের অবস্থান ধরে রেখেছে। দল তিনটির কোন উন্নতি বা অবনতি হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে চতুর্থ ও পঞ্চম স্থানে ছিলো যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ইংল্যান্ড চতুথর্ স্থানে উঠে এসেছে। আর পঞ্চমস্থনে নেমে গেছে নিউজিল্যান্ড।

অনলাইন আপডেট

আর্কাইভ