শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সিলেটে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ॥ গ্রেফতার ১

সিলেট ব্যুরোঃ সিলেট নগরীর আম্বরখানার এক ব্যবসায়ীকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়েকারী এক ব্যক্তিকে গত শনিবার রাতে গ্রেফতার করেছে এসএমপির গোয়েন্দা পুলিশ।
রাজু নামধারী সন্ত্রাসী বাহিনী কর্তৃক সিলেট নগরীর আম্বরখান ব্যবসায়ী এনামুল হক সোহাগ (৩০)কে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়।
মুক্তিপণ আদায়ের পর, আবারও ছেড়ে দেয়ার সময় মুক্তিপণ ৫ লাখ দেয়ার সময় মহানগর গোয়েন্দা পুলিশ অপহরণকারীদের রাজু নামে এক জনকে আটক করে সিলেট কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।
 গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন-সিলেট নগরীর পুরান মেডিকেল কলোনী বাসীন্দা রাজু । গতকাল সোমবার রাজুকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
 কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ গৌছুল আলম জানান, সিলেট নগরী থেকে অপহরণকারী চক্রটির মধ্যে ১ জন আটক করে মহারগর গোয়ান্দা পুলিশ। পরে আমাদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। তিনি আরো জানান, গতকাল আদালতে কোতোয়ালী পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ