বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

খাগড়াছড়িতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি কয়েক হাজার মানুষ

অনলাইন ডেস্ক: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

টানা বর্ষণে শহরের মিলনপুর, আনন্দনগর, মুসলিমপাড়া ও বাঙালিকাঠি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এছাড়া চেঙ্গী নদীর তীরবর্তী গঞ্জপাড়া ও শান্তিনগর এলাকাও প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন সেখানকার কয়েক হাজার মানুষ। পানি বেড়ে যাওয়ায় দুপুরের পর থেকে বিভিন্ন এলাকার মানুষ আশ্রয়কেন্দ্র আসতে শুরু করে। এদিকে, অতি বর্ষণে চেঙ্গী, মাইনি ও ফেনী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।-সময় টিভি

অনলাইন আপডেট

আর্কাইভ