বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহীতে জিয়ার ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

রাজশাহী অফিস : গত সোমবার রাজশাহী নগরীর লোকনাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজশাহী মহানগর বি.এন.পি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি ছিলেন বি.এন.পির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক মেয়র ও এম.পি মোঃ মিজানুর রহমান মিনু। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রাজশাহী মহানগর বি.এন.পির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সৈয়দ শাহিন শওকত খালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুন্নাহার কাজী হেনা, চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ, বোয়ালিয়া থানা বি.এন.পির সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বি.এন.পির সভাপতি শওকত আলী, মতিহার থানা বি.এন.পির সভাপতি আনসার আলী, শাহমুখদম থানা বি.এন.পির সভাপতি মনিরুজ্জামান শরীফ, বোয়ালিয়া থানা বি.এন.পির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহমুখদম থানা বি.এন.পির সাধারণ সম্পাদক আবদুল মতিন, রাজপাড়া বি.এন.পির সাধারণ সম্পাদক আলী হোসেন, বোয়ালিয়া থানা বি.এন.পির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শাহমুখদম থানা সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহম্মেদ বাবু, রাজপাড়া বি.এন.পির সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, রাজশাহী মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটো, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ জাকির হোসেন রিপন, আনন্দ কুমার, মহানগর ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ সহ বিভিন্ন ওয়ার্ড বি.এন.পি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু : রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। অপর এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। এরা হলো, ঐ গ্রামের আকবর আলীর ছেলে সামী ইসলাম (৬) ও রনি হোসেনের ছেলে নয়ন আলী (৬)। পুঠিয়া থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করে। তারা জানায়, ওই দুই শিশু গোসল করতে পুকুরে নেমেছিল। এরপর তারা গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কিশোরের লাশ উদ্ধার : রাজশাহী মহানগরীর পান্থাপাড়া এলাকা থেকে এক এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোর একই এলাকার মাসুদের ছেলে সাকিল হোসেন (১৫)। বোয়লিয়া থানার পুলিশ জানায়, সকালে স্থানীয়রা সাকিলের লাশ গাছের সঙ্গে ঝুলতে দেখে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গতে পাঠানো হয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
একরামুলের ইন্তিকালে জামায়াতের শোক : জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর পবা থানার প্রবীণ রুকন একরামুল হকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর কেন্দ্রীয় শূরার সদস্য প্রফেসর এম আবুল হাশেম, নায়েবে আমীর প্রফেসর এম নজরুল ইসলাম, মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ