শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মুসলিমরা কি দ্বিতীয় সারির নাগরিক? -আকবরউদ্দিন ওয়াসী

 

 

সংগ্রাম ডেস্ক : ভারতের ধর্মভিত্তিক সংগঠন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এইমিম) প্রধানের ছোট ভাই আকবরউদ্দিন ওয়াসী দেশটিতে মুসলমানদের উপর সাম্প্রতিক হামলার সমালোচনা করে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। আমাদের সময়কম

হায়দ্রাবাদে সংগঠনের ব্যানারে জন সমাগমে তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষ লোকজন কোথায়? আখলাক ও জুনায়েদ খুন হয়েছেন। উত্তরখ- একটি মুসলমান মেয়ের উপর অ্যাসিড হামলা চালানো হয়েছে। ঝাড়খ- এবং রাজস্থানে জীবন্ত মানুষকে পুড়িয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। কেন তারা এসব বিষয়ে কিছু লিখছেন বা বলছেন না। আমরা কি এদেশের দ্বিতীয় সারির নাগরিক? কেন তারা আমাদের ব্যঙ্গ করে? টুপি পরা, দাড়ি রাখা, মুসলিম হওয়া কি অপরাধ?’

তিনি হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, বাজরং দল এবং নরেন্দ্র মোদির নাম নিয়ে বলেন, ‘আমাকে কি শুনছ। এটা তোমাদের বাবার দেশ না। এ দেশ তোমার যতটা ততটাই আমার।’ টাইমস নাউ

অনলাইন আপডেট

আর্কাইভ