শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনার হয়ে চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত -জয়াবর্ধনে

স্পোর্টস রিপোর্টার : এবার খুলনা টাইটানসের নতুন কোচ হলেন মাহেলা জয়াবর্ধনে। গতকাল খুলনার দলটির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদের উপস্থিতিতে টাইটানসের কোচ হিসেবে জয়াবর্ধনেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। জয়াবর্ধনেকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘গত বছরের অভিজ্ঞতায় আমরা বুঝতে  পেরেছি, এবারের বিপিএলে কীভাবে কাজ করতে হবে। আমরা কোচ মাহেলা জয়াবর্ধনে, পরামর্শক হাবিবুল বাশার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে দল সাজাচ্ছি। এরই মধ্যে কয়েকজন ভালো বিদেশি খেলোয়াড় আমরা দলে নিয়েছি।’ নতুন দায়িত্ব পেয়ে জয়াবর্ধনে বলেন, ‘নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।’ গতবার খেলোয়াড় হিসেবে খুলনার পক্ষে অংশ নিলেও এবারের বিপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে জয়াবর্ধনেকে। খুলনা টাইটানসের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ শ্রীলংকার সাবেক অধিনায়ক জয়াবর্ধনে বলেন, ‘আমাকে কোচ হিসেবে নিয়োগ  দেওয়ার জন্য খুলনা টাইটানসকে ধন্যবাদ। বাংলাদেশে বহুবার এসেছি, এখানে আমার অনেক সুখস্মৃতি। আশা করি, এবারের বিপিএল থেকেও সুখস্মৃতি নিয়ে ফিরতে পারবো।’ তিনি বলেন, ‘গতবার বিপিএলে খেলেছিলাম। এবার আমার কাঁধে কোচিংয়ের দায়িত্। এই টুর্নামেন্টে দারুণ লড়াই হয়। আমি নতুন চ্যালেঞ্জ নিতে উদগ্রীব।’ টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করে জয়াবর্ধনে বলেন, ‘মাহমুদউল্লাহ অসাধারণ অধিনায়ক। তার নেতৃত্বে খুলনা ভালো করবে বলেই আমার বিশ্বাস।’ গতবারই বিপিএলে প্রথম অংশ নিয়েছিল টাইটানস। মাহমুদউল্লাহর দুর্দান্ত নেতৃত্বে তৃতীয় হয়েছিল দলটি। জাতীয় দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার আবার নেতৃত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন টাইটানসের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি,‘আমাকে দ্বিতীয়বারের মতো অধিনায়কের দায়িত্ব দেওয়ায় ইনাম ভাইকে ধন্যবাদ। গত বছর আমরা পুরো দলের নৈপুণ্যেই সফলতা পেয়েছি। সেই ধারাবাহিকতা এবার ধরে রাখতে পারলে আবারও সফল হবো। মাহেলা জয়াবর্ধনের মতো কিংবদন্তির অধীনে কাজ করতে আমরা মুখিয়ে আছি।’ গতবারও খুলনা টাইটানসের উপদেষ্টা ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। জয়াবর্ধনেকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘খুলনার  কোচের দায়িত্ব নেওয়ায় মাহেলাকে সবার আগে ধন্যবাদ জানাই। ড্রাফট থেকে ভালোমানের কিছু স্থানীয় খেলোয়াড় সংগ্রহ করতে পারলেই আমাদের দলটা শক্তিশালী হয়ে যাবে। তবে এরই মধ্যে আমাদের বিদেশি খেলোয়াড়ের সংগ্রহ খুব ভালো।’ নতুন দল খুলনা সম্পর্কে বলার পাশাপাশি জয়াবর্ধনে বলেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়েও।  যেখানে ‘বড় দল’ হয়ে ওঠা বাংলাদেশকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়। এর আগেও বেশ কয়েকবার শ্রীলংকার সাবেক এই অধিনায়ক বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গ্রাফ তুলে ধরেছেন, ধরলেন আরেকবার। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া টাইগারদের পারফরম্যান্সের পারদ উঠছে উঁচু থেকে উঁচুতে। গত মাসের চ্যাম্পিয়নস ট্রফির সাফল্যই এর প্রমাণ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে টপকে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের উন্নতি তাই আরও বেশি করে চোখে পড়েছে জয়াবর্ধনের। জয়াবর্ধরে বলেন, ‘নিশ্চিত করেই বলতে পারি, বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। ১৯৯৯ সালের বিশ্বকাপ থেকে অনেকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। সবশেষ ছয় বছর তারা ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে।’ আর এ জন্য তরুণ ক্রিকেটারদের সামনে আনলেন জয়াবর্ধনে, ‘এই উন্নতির পথে কাজ করেছে একঝাঁক তরুণ ক্রিকেটারদের দীর্ঘদিন একসঙ্গে খেলা। তরুণরা তাদের প্রতিভা ধারাবাহিকভাবে ফুটিয়ে তুলেছে।’ বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে যে লংকান ছোঁয়া আছে, কথার এক ফাঁকে সেটাও মনে করিয়ে দিলেন জয়াবর্ধনে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো আছেনই, কোচিং স্টাফদের বেশির ভাগই শ্রীলংকার। একটু কৃতিত্ব তাই নিজেদের ভাগেও রাখলেন শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান,‘এই সাফল্যের রহস্যের পেছনে আছে লংকান কোচিং স্টাফ, তাদের পরিশ্রম অনেক বড় পার্থক্য গড়ে দিয়েছে। এ কারণে আমরা সামান্য কৃতিত্ব নিতেই পারি।’ সবশেষে আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্ব দেওয়া হয় জয়াবর্ধনেকে। এসময় তার হাতে খুলনার টাইটানসের জার্সি তুলে দেন দলটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইটানসের টিম ম্যানেজার নাফীস ইকবালও।

অনলাইন আপডেট

আর্কাইভ