শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

সাতক্ষীরায় ‘অস্ত্রসহ তিন জলদস্যু’ আটক

সাতক্ষীরা সংবাদদাতা: সুন্দরবনের সাতক্ষীরা অঞ্চলে তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা জলদস্যু এবং এদের কাছ থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীর বড় কেয়াখালী খালে অভিযান চালিয়ে ‘চারটি অস্ত্রসহ তিন জলদস্যুকে’ আটক করেছে র‌্যাব।
 র‌্যাব ৮-এর মেজর আদনান জানান, আটক জলদস্যুদের নাম জানা গেছে । এরা হচ্ছে শ্যামনগরের টেংরাখালী গ্রামের আবদুল কাদের, সোরা গ্রামের মো. ইসা ও জয়মনি গ্রামের নাজমুল। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে দস্যুবৃত্তি করছিল। এরা সবাই জলদস্যু নুর ইসলাম বাহিনীর সদস্য। তাদের কাছ থেকে একটি এক নলা, একটি দোনলা, একটি রাইফেল ও একটি ওয়ানশুটার গান ছাড়াও ৮২ রাউন্ড তাজা গুলী জব্দ করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী র‌্যাব ৮-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসীম জানান, আটক ব্যক্তিদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ