বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ভাইরাস জ্বরের প্রভাব পড়েছে খুলনা মহানগরীর স্কুলগুলোতে

খুলনা অফিস : প্রায় এক মাসের অধিক সময় ধরে চলা ভাইরাস জ্বরের বিরূপ প্রভাব পড়েছে খুলনা মহানগরীর স্কুলগুলোতেও। বৃহস্পতিবার শুরু হওয়া অর্ধ-বার্ষিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী জ্বরের কারণে পরীক্ষা দিতে পারেনি। আবার অনেকেই জ্বর নিয়ে এসেছেন পরীক্ষা দিতে। বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন আরও অন্তত এক মাস থাকতে পারে এমন জ্বরের প্রকোপ।

খুলনা জিলা স্কুল, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনা পাবলিক কলেজ, নৌবাহিনী স্কুল এন্ড কলেজে, পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় প্রত্যেক স্কুলে ৫ থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে। আবার বেশ কিছু শিক্ষার্থী পরীক্ষার গুরুত্বের কারণে গায়ে জ্বর নিয়ে পরীক্ষা দিতে এসেছেন।

খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম বলেন, কয়েকজন শিক্ষার্থী জ্বর নিয়ে কিছুটা অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে এসেছেন। অনুপস্থিতও রয়েছে ৩-৪ জন। শ্রেণি শিক্ষকদের সাথে কথা বলে তাদের অসুস্থতার খবর জেনেছি তবে সে সংখ্যা বেশি নয়।

খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারহানা নাজ বলেন, তেমন উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল না। কিছু শিক্ষার্থীর অসুস্থতার খবর পেয়েছি। এখন তো সবখানেই ভাইরাস জ্বর চলছে তাই।

খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল জাহাঙ্গীর আলম বলেন, জ্বরের কারণে কিছু শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি তবে সংখ্যা তেমন বেশি না। এছাড়া কয়েক জন কিছুটা জ্বর নিয়ে পরীক্ষা দিতে এসেছে।

নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, সবখানে ভাইরাস জ্বর চলছে তবে অনুপস্থিতও সংখ্যা তেমন বেশি না।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এসএম কামাল হোসেন বলেন, ভাইরাস জ্বর এখন সবার হচ্ছে। পরিবারের একজনের হলেই একে একে সবাই আক্রান্ত হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এমনিতেই এ জ্বর সেরে যায়। কতদিন এ অবস্থা থাকতে পারে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্দিষ্ট করে বলা যায় না। তবে আরও মাস খানেক থাকতে পারে এ ভাইরাস জ্বরের প্রকোপ।

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এসএম কামাল হোসেন বলেন, ভাইরাস জ্বর এখন সবার হচ্ছে। পরিবারের একজনের হলেই একে একে সবাই আক্রান্ত হচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এমনিতেই এ জ্বর সেরে যায়। কতদিন এ অবস্থা থাকতে পারে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্দিষ্ট করে বলা যায় না। তবে আরও মাস খানেক থাকতে পারে এ ভাইরাস জ্বরের প্রকোপ।

অনলাইন আপডেট

আর্কাইভ