বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

লর্ড টেস্টে ৯৭ রানের লিড পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিড পেতে যাচ্ছে ইংল্যান্ড। শনিবার টেস্টের তৃতীয় দিন প্রোটিয়া ব্যাটসম্যানদের প্রতিরোধ সত্ত্বেও সেটিই বাস্তবে রূপ নিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রানের মূল্যবান লিড পেয়েছে ইংল্যান্ড। অবশ্য টেলএন্ডারদের প্রতিরোধে হাসি ফোটারই কথা প্রোটিয়া শিবিরে।লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৪৫৮ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৬১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৯৭ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ইংলিশরা।গতকাল শনিবার টেস্টের তৃতীয় দিন ৫ উইকেটে ২১৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন ক্যাগিসো রাবাদা ও টেম্বা বাভুমা। দিনের প্রথম ঘণ্টা না পেরোতেই এই দুজনকে হারিয়ে বিপাকে পড়ে যায় প্রোটিয়ারা। সফরকারীদের রান তখন ৭ উইকেটে ২৪৮।
বিপদের মুখে কাউন্টার অ্যাটাক করেন কুইন্টন ডি কক। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আক্রমণাত্মক ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসে আলো জ্বালেন। ডি কক ফিরে যাওয়ার পর কেশব মাহরেজকে নিয়ে ২৩ এবং মরনে মরকেলকে নিয়ে ২৪ রানের দারুণ জুটি গড়ে ইংল্যান্ডের লিড ১০০ থেকে নামিয়ে আনেন ভারনন ফিল্যান্ডার। দক্ষিণ আফ্রিকার হয়ে ডিন এলগার ৫৪, থেউনিস ডি ব্রুইন ৪৮, বাভুমা ৫৯ রানের দারুণ ইনিংস খেলেন। ডি কক ৩৭ বলে ১০টি চারের সাহায্যে ৫১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। ফিল্যান্ডারের ব্যাট থেকে আসে মূল্যবান ৫২ রান। এছাড়া হাশিম আমলা ২৯ ও রাবাদা করেন ২৭ রান।ইংল্যান্ডের হয়ে মঈন আলি সর্বোচ্চ চারটি উইকেট নেন। দুটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, লিয়াম ডওসন ও জেমস অ্যান্ডারসন।এর আগে অধিনায়ক জো রটের ডাবল সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস এবং মঈন আলি, ব্রড ও বেন স্টোকসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৫৮ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস খেলা রুট ২৩৪ বলে ১৯০ রানের নান্দনিক ইনিংস উপহার দেন। এছাড়া মঈন ৮৭, স্টোকস ৫৬ ও ব্রড করেন ৫৭ রান।দক্ষিণ আফ্রিকার হয়ে মরনে মরকেল চারটি এবং ভারনন ফিল্যান্ডার ও রাবাদা নেন তিনটি করে উইকেট। স্টোকসকে আউট করে গালি দেয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে (ট্রেন্ট ব্রিজ টেস্ট) নিষিদ্ধ থাকবেন রাবাদা।

অনলাইন আপডেট

আর্কাইভ