শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দাকোপে বীজধানের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

দাকোপ (খুলনা) ধানের বীজ কালোবাজারীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার প্রতিবাদে পশ্চিম বাজুয়ায় কৃষকদের মানব বন্ধন

খুলনা অফিস : চলতি মওসুমে  রোপা আমন বীজধানের মূল্য অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতাকাল শনিবার সকাল ১০টায় দাকোপ উপজেলার পশ্চিম বাজুয়ার কৃষকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ঠাকুরদাস বিশ্বাস, ইউপি সদস্য অশোক সরকার, অরবিন্দু মন্ডল,সুনিল কৃষ্ণ জোয়াদ্দার, প্রিতীশ গায়েন, হরসিত বিশ্বাস,নির্ম্মল চন্দ্র বর্মন, হরেন্দ্রেনাথ মন্ডলসহ আরো অনেকে।
মানববন্ধনে কৃষক নেতারা বলেন, বীজের কৃত্রিম সংকট সৃষ্টি করে এলাকার বীজ ডিলাররা ইচ্ছামত দাম নিচ্ছে। দেখার কেউ নেই! তারা বলেন, বিএডিসির ১০ কেজি প্যাকেটের গায়ে প্রতি কেজি বীজধানের মূল্য ৪০ টাকা লেখা রয়েছে। তাতে ১০ কেজি বীজের মূল্য আসে ৪ শত টাকা অথচ দাম নেয়া হচ্ছে ৭শত থেকে ৮শত টাকা। কৃষি অফিসকে জানিয়েও কোনো কাজ হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ