নীলফামারীতে জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান সহ গ্রেফতার ৪০
নীলফামারী সংবাদদাতা: জেলার বিভিন্ন মামলায় পলাতক ও চার্জশীটভুক্ত জামায়াতের ৭জন নেতাকর্মী সহ ৪০ জন বিভিন্ন মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে পলাতক এ সব আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিস্ফোরক মামলায় আসামী রয়েছেন চারজন। এরা হলেন, জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন জামায়াতের আমীর ও ওই ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন (৫৫), একই এলাকার জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক (৪৮), আহমেদ হোসেন (৪৫), কিছামত খুটামারা বটতলী এলাকার জামায়াতকর্মী সৈয়দ আলী (৪৫)। এছাড়া দক্ষিন দেশীবাই এলাকার জামায়াতকর্মী মাহমুদুল আলম (৩৫), নুরজ্জামান (৩২) ও মীরগঞ্জ এলাকার নঈমুন হক (৩০) কে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।