বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

রাজশাহীতে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত ব্যাপক জলাবদ্ধতা ॥ ভোগান্তি চরমে

 

রাজশাহী অফিস : বৃষ্টির মাস আষাঢ়ের  শেষ সময়ে বৃষ্টিপাতের ফলে নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তির শিকার হন নগরবাসী।

মঙ্গলবার রাত ১টা ২০ মিনিট থেকে শুরু হয়ে বুধবার দুপুর ১২ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ১১৫ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাত থেকে বৃষ্টিপাতের এই পরিমাণ রাজশাহীতে সব চেয়ে বেশি। বুধবার সকালে দেখা যায়, নগরীর সাহেববাজার, বিন্দুর মোড়, শালবাগার, রাজশাহী পলিটেকনিক, সপুরা, উপশহর, তেরখাদিয়া, বিলশিমলা, লক্ষীপুর, সিপাইপাড়া, মেডিকেল, ভাটাপাড়া, সিটিবাইপাস, টিকাপাড়া, রাণীনগর, মেহেরচন্ডি, তালাইমারি, বিনোদপুরসহ বেশ কিছু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে। এদিকে সুযোগ বুঝে অটোরিকশা ও রিকশাচালকরা গলাকাটা ভাড়া আদায় করে। অন্যদিনের চেয়ে দ্বিগুণ তিনগুণ ভাড়া চেয়েছে রিকশাচালকরা। বিনোদপুরের বাসিন্দা রইস উদ্দিন আহমেদ জানান, সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে দেখেন, গোটা রাস্তা বৃষ্টির পানিতে ডুবে গেছে। ড্রেনের ময়লা-আবর্জনা তাতে মিশে চারদিকে ছড়িয়ে পড়ে। অনেককেই ঘরের পানি সেচ করে বাইরে ফেলতে দেখা যায়। 

অনলাইন আপডেট

আর্কাইভ