আরভিনের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ‘অবিশ্বাস্য’ দিন

অনলাইন ডেস্ক: লাঞ্চের সময় জিম্বাবুয়ে কি এমন স্বপ্ন দেখেছিল? স্কোরবোর্ডে ৩৪৪ রান, হাতে দুই উইকেট! টেস্টে একদিনে জিম্বাবুয়ে আগে এমন স্কোর আগে কোনদিন গড়তে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে সেটা তারা পারল আরভিনের ১৫১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে।
সফরে জিম্বাবুয়ে ইতিমধ্যে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে। একমাত্র টেস্টে যেভাবে তারা শুরু করলো, তাতে এখানেও ভালো কিছুর স্বপ্ন দেখতে পারে দলটি।
আরভিন ছাড়া আর কেউ সেভাবে মাথা তুলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান সিকান্দার রাজা (৩৬) এবং ওয়ালারের (৩৬)। আরভিন ক্যারিয়ারসেরা ইনিংস খেলার পথে ২৩৮টি বল মোকাবিলা করেছেন।
অথচ প্রথম দিনের প্রথম সেশনে ৭০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। ক্রেগ আরভিন একাই দলকে টেনে নিয়ে গেছেন। তার সঙ্গে ২৪ রানে অপরাজিত আছেন ডোনাল্ড টিরিপানো। এই দুজন নবম উইকেটে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
রঙ্গনা হেরাথ ৪ উইকেট নিয়েছেন। তবে খরচ করে ফেলেছেন এক শর বেশি রান।