বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

আইপিএলে ফিরছে চেন্নাই-রাজস্থান

দু’বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী বছর ভারতীয় প্রিমিয়ার লীগে ফিরে আসছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ম্যাচ পাতানোর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এই দুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল থেকে দু’বছর নিষিদ্ধ করেছিল ভারতের সুপ্রিম কোর্টের নিয়োগকৃত প্যানেল। এর ফলে ২০১৫ সালের পর থেকে চেন্নাই ও রাজস্থান আইপিএল’এ খেলতে পারেনি। একই অভিযোগে রাজস্থানের দুই মালিক জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রা ও গুরনাথ মিয়াপ্পানকেও ক্রিকেট সম্পর্কিত সব ধরনের কর্মকান্ড থেকে সারাজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুক্রবার পুনরায় দল দুটিকে আইপিএল’এ স্বাগত জানিয়ে বলেছে, দলদুটির আগমনে টুর্ণামেন্টের মর্যাদা আবারো বৃদ্ধি পাবে। এ সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই’র অস্থায়ী সভাপতি সি.কে.খান্না বলেছেন, ‘দুটি দলই আইপিএল আসরে তাদের সাফল্য প্রমাণ করেছে। দলগুলো ফিরে আসায় তাদের সমর্থকরাও নিজের প্রিয় দলটির জন্য আনন্দিত হবে। দল দুটির তারকারাও আবার নিজেদের পারফরমেন্স প্রমাণে লড়াইয়ে নামবে। বাসস

অনলাইন আপডেট

আর্কাইভ