শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কিডনি রোগে আক্রান্ত সুমীকে বি.আই.ইউ-এর আর্থিক সহযোগিতা

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়-এর ব্যবসায় ও প্রশাসন বিভাগের ছাত্রী আম্বিয়া আক্তার সুমী দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। আর্থিক অভাবের কারণে সঠিকভাবে চিকিৎসা করা যাচ্ছিল না। যা ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। এরই প্রেক্ষিতে বি.আই.ইউ স্টুডেন্টস এসোসিয়েসন অফ ডিবিএ টাকা সংগ্রহের উদ্যোগ নেয় এবং দুই লক্ষাধিক টাকা সংগ্রহ করে যা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে সুমীর হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর মোঃ ইউনুস, ব্যবসায় ও প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম আরশেদ আলী মাতুব্বর, সহকারী অধ্যাপক সুলতান আহমেদ ও জুলফিকার হাসান, ডেপুটি রেজিস্ট্রার মোরশেদুর রহমান, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নাঈম আহাম্মেদ। স্টুডেন্টস এসোসিয়েসন অফ ডিবিএ এর সদস্যদের মধ্যে রাশেদ খান, আশিকুর রহমান তমাল, মোহাম্মদ সুমন, হাসিবুল হাসান মিথুন, মেহেদি হাসান পিকু, জসিম উদ্দিন, শেখ তুহিন, ফরহাদ হোসেন, সাহেদ সাব্বির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ