শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সামারাবিরাকে আর রাখছে না বিসিবি

স্পোর্টস রিপোর্টার : গত সেপ্টেম্বরেই থিলান সামারাবিরাকে ব্যাটিং পরামর্শক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে চুক্তি ছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়াতে তাকে আর রাখছে না বিসিবি।

 তার বদলে নতুন একজনকে পরামর্শক বানাতে চাইছে বিসিবি। সাবেক লংকান ক্রিকেটার সামারাবিরা প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানান, ‘তার সঙ্গে আমাদের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্তই চুক্তি ছিল। কিন্তু এখন আর তার সঙ্গে নেই।’ সামারাবিরার জায়গায় সাবেক অস্ট্রেলিয়ান প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মার্ক ও’নিলের কথাই শোনা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খানও। এ বিষয়ে তিনি বলেন,  ‘হ্যাঁ, সামারাবীরাকে আমরা আর রাখছি না। তার সম্পর্কে খেলোয়াড়দের কাছ থেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য পেয়েছি। সব মিলিয়ে তাকে আর রাখা হচ্ছে না। শিগগিরই নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া হবে।’

অনলাইন আপডেট

আর্কাইভ