পুঠিয়ায় লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারি নিহত
রাজশাহী অফিস : রাজশাহীর পুঠিয়ায় লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারি এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শিবপুর হাট এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে পথচারি নূরু শেখ (৫৫) মারা যান। তিনি ওই এলাকার ফিরোজ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নূরু শেখ রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় লাশবাহী একটি এ্যাম্বুলেন্স ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় এ্যাম্বুলেন্সটি নূরু শেখকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তিনি সেখানে মারা যান।