শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বোদায় জনতার হাতে ১৫ মাদকসেবী আটক ॥ মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় ১৫ মাদকসেবীকে আটক করেছে এলাকাবাসী, পরে মুচলেকা নিয়ে আর তারা মাদক সেবন করবে না বলে তাদের ছেড়ে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে গত বুধবার বোদা পৌর শহরের ভাসাইনগর গ্রামে। পৌর কাউন্সিলর জয়তুন নেছার নেতৃত্বে আওয়ামী লীগ নেতা কেবলা, ছাত্রলীগ নেতা রানা, মিঠু, সনেটসহ এলাকাবাসী দুপুরে ভাসাইনগর এলাকার মাদক ব্যবসায়ী মানিককে আটক করে। পরে তার মোবাইলে আড়ি পেতে বিভিন্ন এলাকা থেকে মাদক ক্রয় করতে আসা তার ১৫ সহযোগীকে আটক করা হয়। আটককৃতদের জনসম্মুখে তওবা পাঠ করিয়ে ভবিষ্যতে আর মাদক সেবন করবে না, এই মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে সোর্পদ করা হয়। এ সময় এলাকাবাসী মাদক বিক্রেতা মানিক ও তার পরিবারকে মাদক বিক্রি বন্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসা বন্ধ না করলে তাদের গ্রাম হতে উচ্ছেদ করা হবে। পৌর কাউন্সিলর জয়তুন নেছা জানান, মানিক দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করছে। সেই সাথে এই গ্রামের পরিবেশটিকে নষ্ট করে দিচ্ছে। তাই জনগনকে নিয়ে আজ তাকে ও তার মাদকসেবী বন্ধুদের আটক করা হয়। আরাও তারা এ রকম কাছ করে থাকলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে এলাকাবাসী জানিয়েছেন। 

ইমাম মুয়াজ্জিনদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদায় ইমাম ও মুয়াজ্জিনদের ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনরা এই প্রশিক্ষণে অংশ নেয়। ইমাম বাতায়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সল্লিমুল্লাহ।

অনলাইন আপডেট

আর্কাইভ