শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এর নেতৃত্বে ১৯ জুলাই   বুধবার চট্টগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর চকবাজার থানাধীন প্যারেড কর্ণারের পূর্বপাশে সিরাজদ্দৌলা রোডের ফুটপাত  অবৈধভাবে দখল করে লোহার পাত ও গ্রীল দিয়ে স্থায়ীভাবে নির্মিত ২টি দোকানের স্থাপনা অপসারণ করে ফুটপাত দখলমুক্ত করা হয় । একই অভিযানে কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের গেইট সংলগ্ন ফুটপাত থেকে অবৈধভাবে বসা ২টি ভাসমান দোকান ও অলি খাঁ মসজিদের সামনে থেকে ১টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা/কর্মচারীগণ,চকবাজার থানা ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
টিকাদান কেন্দ্রের উদ্বোধন 
বুধবার, চট্টগ্রামের সীতাকু- উপজেলার দুইটি ত্রিপুরা পল্লীতে দুইটি অস্থায়ী টিকা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে মধ্যম সোনাইছড়ির  ত্রিপুরা পল্লীর বীরেন্দ্র ত্রিপুরার বাড়িতে এই টিকা কেন্দ্রের উদ্বোধন করেন।
এখানে এক বছর পর্যন্ত বয়সী সকল শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম চলবে, পাশাপাশি ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের ধনুষ্টংকার এর টিকা প্রদান করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ