শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাঁশখালীতে ব্যবসায়ী যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাঁশখালী পৌরসভার উত্তর জলদী বণিক পাড়া এলাকার রণজিৎ ধরের পুত্র শুভ জুয়েলার্সের মালিক শুভ ধর (২৮) গত বুধবার  রাতে গলায় ফাঁস লাগিয়ে নিজ বাড়িতেই আত্মহত্যা করে। পরে তার লাশ পোস্ট মর্টেম শেষে বৃহস্পতিবার পারিবারিক শ্মশানে দাহ করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালীর উত্তর জলদী বণিক পাড়ার রণজিৎ ধরের ২টি স্বর্ণের দোকান রয়েছে। একটি শহরে অপরটি নিজ বাড়ি বাঁশখালী উপজেলার জলদীতে শুভ জুয়েলার্স। শহরের দোকানে রণজিৎ ধর সময় দিলেও বাঁশখালীতে অবস্থিত শুভ জুয়েলার্সে শুভ ধর কর্মচারীদের নিয়ে দেখাশুনা করতো। এদিকে বুধবার রাতে শুভ বাড়িতে গিয়ে খাবার শেষে নিজ কক্ষে ফ্যানের সাথে গামছা ঝুলিয়ে আত্মহত্যা করলে তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পারিবারিক শ্মশানে তার দাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জানা যায়, শুভ ধর এর বিবাহ উপলক্ষে বৃহস্পতিবার চকরিয়া থেকে মেয়ের পক্ষে লোকজন আসার কথা ছিল। প্রেম ঘটিত নাকি অন্য কোন কারণে এই আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত নয় তার পরিবার। তবে বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ ময়না তদন্ত সম্পন্ন করে। পরবর্তীতে পরিবারের সকলের সম্মতিতে লাশ স্থানান্তর করা হয়। তবে কি কারণে শুভ ধর আত্মহত্যা করেছে সেটা নিশ্চিত নয় কেউ। শুভ ধরের আত্মহত্যাকে ঘিরে অনেকেই নানা ধরনের মন্তব্য করলেও পরিবার তাদের পুত্রকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছে। রণজিৎ ধরের দুই ছেলের মধ্যে শুভ ধর বড়। অপর ছেলে চট্টগ্রামে বাবা মায়ের সাথে থেকে লেখাপড়া করছে।

অনলাইন আপডেট

আর্কাইভ