শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রিয়ালে একজন স্ট্রাইকার কমলো জিদান

আলভারো মোরাতা চেলসিতে চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদে একজন স্ট্রাইকার কমে গেছে বলে মনে করেন কোচ জিনেদিন জিদান। চেলসি গত শুক্রবার ক্লাব রেকর্ড প্রায় সাত কোটি পাউন্ডে মোরাতাকে দলে টানে। গত মওসুমে ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে নিয়ে গড়া রিয়ালের মূল আক্রমণভাগে জিদানের দ্বিতীয় পছন্দের খেলোয়াড় ছিলেন মোরাতা। সব ধরনের প্রতিযোগিতায় গত মওসুমে ২০ গোল করা মোরাতা চলে যাওয়ায় রিয়াল দুর্বল হয়ে গেল কি-না? রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এমন এক প্রশ্নের জবাবে জিদান বলেন, “আমরা দেখেছি, গত মওসুমে মোরাতা কী করেছে। সে খুবই ভালো খেলেছে।ৃ আমাদের এখন একজন স্ট্রাইকার কম।”আক্রমণভাগের শক্তি বাড়াতে মোনাকোর তারকা কিলিয়ান এমবাপেকে দলে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জিদান। ১৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে নিতে আগ্রহী রিয়াল।ফ্রান্সের এই খেলোয়াড়ের প্রশংসা করে জিদান বলেন, “সে অনেক ভালো একজন খেলোয়াড়”। তাকে অনেক ক্লাব চায়। দেখি, কী হয়। ৩১ অগাস্ট পর্যন্ত আমাদেরও সময় আছে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ