শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মিরসরাইয়ে শিক্ষক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতন হতে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত বাতিল, বার্ষিক ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, প্রচলিত বিধি মোতাবেক বাড়ি ভাড়া,  চিকিৎসা ভাতা প্রদানসহ বেসরকারি চাকরিজীবিদের অনুরূপ সকল সুযোগ, সুবিধাসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক-কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে পৌর সদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও শিক্ষক নেতা অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী। বাকশিস চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক, কমরআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সভাপতিত্বে ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মিরসরাই উপজেলার সভাপতি আবু ইউসুফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বারইয়ারহাট ডিগ্রী কলেজের শিক্ষক অধ্যাপক শাহ আলম, অধ্যাপক আশরাফ উদ্দিন, মিরসরাই ডিগ্রী কলেজর শিক্ষক অধ্যাপক একরামুল হক, অধ্যাপক কাজী শহীদুল ইসলাম, অধ্যাপক আসমা আক্তার, অধ্যাপক বরুণ কান্তি সাহা, কমরআলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আবেদীন, অপু চন্দ্র বড়–য়া, মোহাম্মদ আবদুল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আল ফায়হাত সংগ্রাম প্রমুখ। কর্মসূচিতে মিরসরাই উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ