শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ঝালকাঠি সংবাদদাতা: “মাছ চাষে গড়বো দেশ, বদলে যাবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কর্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার ফরহাদ আহম্মেদ।  জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক এতে সভাপতিত্ব করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুশফিকুস সালেহীন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম,  জেলে সমিতির সভাপতি আবদুল বারেক, সফল মৎস্য চাষী মো: জাহিদ হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারি অধীর রঞ্জন মিত্রসহ মৎস্য কতর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুফলভুগী মৎস্য চাষিরা।

অনলাইন আপডেট

আর্কাইভ