শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

এবার নারীদের আইপিএল চালুর দাবি

নারীদের বিশ্বকাপে অল্পের জন্য হাতছাড়া হয়েছে কাপ। তবে হেরে গিয়েও গোটা দেশেরই মন জিতে নিয়েছেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মন্দানারা। ম্যাচ শেষে দলের খেলোয়াডদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। ম্যাচের পর পরিষ্কার করে দেন সে কথা। পাশাপাশি আইপিএলের মতোই দেশে নারী ক্রিকেটের জন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর পক্ষেও সওয়াল করেন তিনি। ম্যাচ শেষে মিতালি বলেন, ‘সবাই চাপে পড়ে গিয়েছিল। আর সেকারণেই আমরা হেরেছি। এই হারে মেয়েরা যথেষ্ট কষ্ট পেয়েছে। কারণ তারা জেতার জন্য নিজেদের নিংড়ে দিয়েছিল। এটাই স্বাভাবিক। মেয়েরা নিজেদের চেষ্টাতেই এই জায়গাটি তৈরি করেছে। তাদের এই সাফল্য নারী ক্রিকেটের জন্য নতুন দরজা খুলে দিয়েছে।’ এরপরই নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টের পক্ষে সওয়াল করেন মিতালি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত উইমেনস বিগ ব্যাশ লিগে চলতি বছরে খেলেছেন স্মৃতি মন্দানা ও হরমনপ্রীত কৌর। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ