কটিয়াদীতে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি সদস্যদের মাঝে আড়াই হাজার চারা বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে “বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লিমিটেডের পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৭ উপলক্ষে কটিয়াদী পৌরসদরসহ পাঁচটি ইউনিয়নের দুই হাজার পাঁচ শত সদস্যদের মাঝে দেশীয় ফলদ ও ঔষধী চারা বিতরণ করেন। পল্লী উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৭ উপলক্ষে ইমলামী ব্যাংক ব্যাংলাদেশ লিমিটেডের কটিয়াদী বাজার শাখার ম্যানেজার এটিএম শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মো. নূরুল ইসলামের সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ূন কবীর, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ। পরে উপস্থিত সদস্যদের মাঝে প্রত্যেককে একটি করে মোট দুই হাজার পাঁচশত দেশীয় ফলজ ও ঔষধী চারা বিতরণ করা হয়।