বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

রাজশাহী-রহনপুর রুটে নতুন ট্রেন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বিভাগীয় শহর রাজশাহী থেকে রহনপুর রুটে সকাল বেলায় আরেকটি নতুন ট্রেন চলাচল শুরু হয়েছে। গত রোববার থেকে এ রুটে নতুন এ ট্রেনটির যাত্রা শুরু হয়। রহনপুর রেল ষ্টেশন মাষ্টার মির্জা কামরুল হাসান জানান, ঈশ্বরদী- রহনপুর রুটে চলাচলকারী ৫৬৩ নং লোকাল ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় রাজশাহী স্টেশন থেকে ছেড়ে সকাল ৮টায় রহনপুর পৌঁছবে। পরে সকাল ৮.২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার দুপুর ১টায় রাজশাহী থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ হয়ে সন্ধ্যা ৬.৩০মিনিটে রহনপুর পৌঁছবে। এছাড়া এ ট্রেনটি সন্ধ্যা ৭.১৫ মিনিটে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ছেড়ে রাজশাহী পৌঁছবে রাত ৯.১৫ মিনিটে। নতুন এ ট্রেন চালু করায় রহনপুর উন্নয়ন ফোরামের আহবায়ক ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন এর ফলে রাতের ট্রেনে ঢাকা থেকে আসা এ এলাকার যাত্রীরা সহজেই ভোর বেলা নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবে। এ ছাড়া রাজশাহীগামী যাত্রীরা সন্ধ্যায় রহনপুর থেকে রাজশাহী যেতে পারবে।

অনলাইন আপডেট

আর্কাইভ