বাস চালক রুহুল আমিন হত্যার বিচার দাবি
স্টাফ রিপোর্টার : রাজধানীর সায়েদাবাদে ঢাকা টু কুমিল্লাগামী তিশা পরিবহনের চালক রুহুল আমিনের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক সংগ্রাম দলের এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু চালক রুহুল আমিনকে হত্যা করা হয়নি। এর মাধ্যমে তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে খুনিরা। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
তারা বলেন, তার অপরাধ কি ছিল সে নিজেও জানতো না। গাড়িতে সামান্য দাগ পড়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ময়নাল হোসেন মনিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি (দক্ষিণ) ফরিদ উদ্দিন, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমুখ।