শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নীলফামারীতে এক মাস পর কবর থেকে লাশ উত্তোলন

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর জলঢাকা এক মাস পর কবর থেকে ব্যবসায়ীর আমিনুর রহমানের (৫৫) মৃতদেহ উত্তোলন করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধানের উপস্থিতিতে ওই ব্যবসায়ীর মৃতদেহ উত্তোলন করা হয়। আমিনুর রহমান মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়ার মহল্লার বাসিন্দা। নিহতের ছেলে তহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার বাবা আমিনুর রহমানকে পরিকল্পিতভাবে বিষ পান ও গলা চিপে ধরে হত্যা করা হয়েছে। চলতি বছরের ২৬জুন রাতে আমার বড় চাচার নেতৃত্বে পরিবারের অন্যান্য সদস্যরা বাবা’র খাদ্যে কীটনাশক মিশিয়ে এবং গলা টিপে হত্যা করে। পরের দিন সকালে মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুকুম আলীর সহযোগীতায় তড়িঘড়ি করে বাবার লাশ দাফন করে তারা। এ ঘটনায় বড় চাচাসহ ১৫জনকে আসামী করে গত ৯জুলাই জলঢাকা আমলী আদালতে মামলা করেন তহিদুল ইসলাম। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আদালতের নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে দাফনের এক মাস পর কবর থেকে আমিনুর রহমানের মৃতদেহ উত্তোলন করা হয়। মামলার বাদীসহ মৃত আমিনুর রহমানের পরিবারের সদস্যরা এবং এলাকাবাসীর উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পচাঁ লাশের ময়না তদন্ত না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ