শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

এশিয়ার বাইরে হবে কোহলির আসল পরীক্ষা -গাঙ্গুলি

শ্রীলঙ্কা সফরে তিন টেস্ট সিরিজে গল-এর প্রথম ম্যাচে মাত্র চার দিনের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল ৩০৪ রানের বিশাল ব্যাবধানে জয় পেয়েছে। তবে ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করছেন কেবলমাত্র এশিয়ার বাইরের ফলের উপড় ভিত্তি করেই বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটির বিচার করা যেতে পারে। গাঙ্গুলি বলেন, ‘ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন দিক থেকেই ভারত যথার্থ ভারসাম্যপূর্ণ একটি দল। পক্ষান্তরে শ্রীলংকা দলের দু:শ্চিন্তা করার মত অনেক বিষয় আছে। গত দুই বছর ভারতীয় দলটি বিশেষ করে দেশের বাইরে খুবই ভাল করেছে। কোচ অনিল কুম্বলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সব কিছুই জিতেছে এবং এরপর নিজ মাঠে। আমি মনে করছি এ ধরনের কন্ডিশনে ভারতীয় দলকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। এখনো অধিনায়ককে কঠিন পরীক্ষার সমুখীন হতে হয়নি উল্লেখ করে গাঙ্গুলি বলেন, ‘এখনো কোহলির পরীক্ষা হয়নি। এই মুহূর্তে সম্ভবত শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে যথেষ্ট শক্তিশালী দল নয়। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে ভাল করতে পারাটাই কোহলির দলের বিচারের মাপকাঠি। বাসস।

অনলাইন আপডেট

আর্কাইভ