বিভাগীয় কমিশনার গোল্ডকাপে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ
প্রকাশিত: বুধবার ০২ আগস্ট ২০১৭ | প্রিন্ট সংস্করণ
ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডাকাপে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ। সম্প্রতি নারায়ণগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাঙ্গাইলকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক নারায়ণগঞ্জ। জয়ী দলের হয়ে সুজন দু’টি ও টনি একটি গোল করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ। এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টিটু ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আলী হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি