ঢাকা, বৃহস্পতিবার 28 March 2024, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করলো মাদ্রিদ

অনলাইন ডেস্ক : মার্সেলোর পেনাল্টিতে বুধবার মেজর লীগ সকার অল-স্টার্সকে শ্যুট আউটে পরাজিত করেছে লা লিগা ও চ্যাম্পিয়নস লীগ শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পেনাল্টিতে এরপর ৪-২ গোলে মাদ্রিদের জয় নিশ্চিত হয়। রিয়াল মাদ্রিদের পক্ষে ৫৯ মিনিটে গোলের সূচনা করেছিলেন বোয়া মায়োরাল। প্রায় পুরো ম্যাচেই অবশ্য রিয়ালের পক্ষেই ছিল বলের নিয়ন্ত্রন। দলের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতিতে স্প্যানিশ জায়ান্টরা প্রাক-মৌসুমে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালভাবেই সম্পন্ন করলো। ৮৭ মিনিটে এমএলএস’র পক্ষে সমতা ফেরান ইংল্যান্ডে জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্র জাতীয় দলের ফরোয়ার্ড ডম ডোয়ার। কর্ণার কিক থেকে ড্যাক্স ম্যাককার্টির হেড পোস্টে লেগে ফেলত আসলে ডোয়ার সেই বলে হেড দিয়ে গোল নিশ্চিত করেন। দ্বিতীয়ার্ধে বদলী গোলরক্ষক হিসেবে খেলতে নামা ১৯ বছর বয়সী লুকা জিদানের অবশ্য এতে কিছুই করার ছিল না। 

ম্যাচ সেরা মায়োরাল বলেছেন, জয়ের মাধ্যমে স্পেনে ফেরত যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন আমরা ইউয়েফা সুপার কাপের দিকে তাকিয়ে আছি। 

আগামী ৮ আগস্ট মেসিডোনিয়ায় ইউয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এরপর স্প্যানিশ সুপার কাপে ১৩ ও ১৬ আগস্ট দুই লেগের ম্যাচে বার্সেলোনা মোকাবেলা করবে। ২০ আগস্ট থেকে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়নদের লা লিগা মিশন। 

পুরো ম্যাচে রিয়াল কোচ জিনেদিন জিদান তার দলের প্রায় সব খেলোয়াড়দেরই সুযোগ দেবার চেষ্টা করেছেন। দলের মূল খেলোয়াড়দের পাশাপাশি জিদান বেশ কয়েকজন তরুনকেও সুযোগ দিয়েছেন। এমএলএস’র লেফট ব্যাক গ্রেগ গারজা কাঁধের গুরুতর ইনজুরিতে পড়ে প্রথমার্ধে মাঠ ত্যাগে বাধ্য হন। আটলান্টা ইউনাইটেডের হয়ে তার খেলা এখন শঙ্কার মুখে পড়লো। 

এমএলএস অল-স্টার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদ তাদের ১১ দিনের প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফর শেষ করলো। এই সফরে রিয়াল চারটি ম্যাচ খেলেছে। এর মধ্যে গত রোববার মিয়ামিতে বার্সেলোনা বিপক্ষে ক্ল্যাসিকোতে ৩-২ গোলে পরাজিত হয়েছিল জিদান শিষ্যরা। ২৩ জুলাই ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ড্র করলেও পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হয়। ২৬ জুলাই লস এ্যাঞ্জেলসে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরাজিত হয়। সূত্র: বাসস। 

অনলাইন আপডেট

আর্কাইভ