বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নরসিংদীর বেলাবতে নদীতে ডুবে ২ কলেজ ছাত্রের মৃত্যু

মোঃ আল আমিন ও আসাদুল হক পলাশ নরসিংদী বেলাব থেকে ফিরে : নদীতে সাতার শিখতে গিয়ে ৫ জন বন্ধুর মধ্যে আলমগীর (২২) ও নাহিদ (২১) নামের দু’কলেজ ছাত্রের নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর তিন বন্ধুদের গভীর পানি থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৪ আগস্ট শুক্রবার দুপুর পৌনে ২টায় নরসিংদীর শিবপুর উপজেলার বেলাব (আমলাবো) গাংকুল পাড়া সংলগ্ন আড়িয়াল খাঁ নদে। নিহত কলেজ ছাত্র আলমগীর উপজেলার আমলাবো ইউনিয়নের কান্দুয়া গ্রামের আবু তালেব মিয়ার ছেলে ও বেলাব হোসেন আলী কলেজের ডিগ্রি ছাত্র ছিল। অপরদিকে নিহত নাহিদ বেলাব ইন্দারপাড়া গ্রামের রমিজ মিয়ার ছেলে ও শিবপুর শহীদ আসাদ কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বিভিন্ন কলেজে অধ্যায়নরত এই ৫ বন্ধু ঘটনার সময় আড়িয়াল খাঁ নদীতে সাঁতার কাটতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা তিন জনকে কোন রকমে তীরে উঠাতে সক্ষম হলেও আলমগীর ও নাহিদ নামের দু’জন গভীর পানিতে ডুবে যায়। পরে আলমগীরের লাশ স্থানীয়রা উদ্ধার করলেও নাহিদকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ কলেজ ছাত্র নাহিদের মৃত দেহ উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার সাথে সাথে বেলাব থানা ওসি বদরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বেলাব উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা এ ব্যাপারে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ